fbpx

শিক্ষার্থীদের প্রতিটা বিলের তথ্য দেখা

সকল শিক্ষার্থীদের বিলের পূর্ণাঙ্গ তথ্য দেখা যায় কোচসিসে। কোন শিক্ষার্থীর কত টাকা বকেয়া রয়েছে, তিনি কোন ব্যাচ এবং কোর্সের অন্তর্ভুক্ত, তিনি কত টাকা দিয়েছেন, কোন মাসে দিয়েছেন ইত্যাদি সব কিছুই বিলের সাথে দেখা যাবে এমনকি এডমিন সকল শিক্ষার্থীদের এসব ইনফরমেশন এক নজরে লিস্ট আকারেও দেখতে পারবেন। সেখানে সামগ্রিকভাবে কার কত বকেয়া সেটাও এক নজরে দেখা যাবে।