প্রচার -এর কার্যক্রম শুরু হয়েছিলো যখন এর মাদার কনসার্ন সিজিআইটি তার ডিজিটাল মার্কেটিং এর কাজে নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছিলো না। প্রায় সবারই একই কথা – লাইক নিন, শেয়ার নিন। কিন্তু ব্যবসার পরিধি কতোটা বাড়বে, সঠিক গ্রাহকদের কাছে পৌঁছনোর ব্যাপারে কারোরই কোনো নির্দিষ্ট বক্তব্য নেই। এদিকে ভাল ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানদের বাজেট আকাশচুম্বী।
অবশেষে নিজেদের কাজের প্রয়োজনে নিজেরাই শুরু করে কাজ। নিজেদের প্রোডাক্ট কোচসিস-এর জন্য কাজ করতে গিয়ে আসে দারুণ সাফল্য। প্রতিটি গ্রাহকদের জন্য ব্যয় করা ডলারের পরিমাণ (কনভার্সন রেট) যেখানে ছিল ০.৫৯/ ০.৬০, সেখানে দ্রুতই তা কমে আসে ০.২৯-এ, পরবর্তীতে ০.১১ ডলারে। ক্রমান্বয়ে ০.০৫ ডলারে।
নিজেদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে শুরু হয় নতুন এই প্রচেষ্টা ‘প্রচার’। সাধারণ আরো অজস্র প্রতিষ্ঠানের হাতের নাগালে ডিজিটাল মার্কেটিং-কে নিয়ে আসার লক্ষ্যে এর শুরু।
প্রতিটি গ্রাহকের জন্য তার চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন প্ল্যান সাজানো হয়। গ্রাহকের সুবিধার জন্য প্যাকেজগুলো সাজানো হয় মাসিক হিসেবে। এইসব প্যাকেজে শুধু যে মার্কেটিং প্ল্যান সাজানো হয় তাই-ই নয়, স্টিল বা মোশন গ্রাফিক্সের মাধ্যমে কনটেন্ট তৈরিতেও কাজ করে প্রচার টিম। মূল লক্ষ্য একটাই, গ্রাহকের ব্যবসার পরিধি বাড়ানো। ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্যভেদী প্ল্যানে একের পর এক সফলতা প্রচার এনে দিতে পেরেছে তার গ্রাহকদের। সামনে প্রচার এর এই কর্মযজ্ঞ হবে আরো বিশাল, আরো সুনিপুণ।
অবশেষে নিজেদের কাজের প্রয়োজনে নিজেরাই শুরু করে কাজ। নিজেদের প্রোডাক্ট কোচসিস-এর জন্য কাজ করতে গিয়ে আসে দারুণ সাফল্য। প্রতিটি গ্রাহকদের জন্য ব্যয় করা ডলারের পরিমাণ (কনভার্সন রেট) যেখানে ছিল ০.৫৯/ ০.৬০, সেখানে দ্রুতই তা কমে আসে ০.২৯-এ, পরবর্তীতে ০.১১ ডলারে। ক্রমান্বয়ে ০.০৫ ডলারে।
নিজেদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে শুরু হয় নতুন এই প্রচেষ্টা ‘প্রচার’। সাধারণ আরো অজস্র প্রতিষ্ঠানের হাতের নাগালে ডিজিটাল মার্কেটিং-কে নিয়ে আসার লক্ষ্যে এর শুরু।
প্রতিটি গ্রাহকের জন্য তার চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন প্ল্যান সাজানো হয়। গ্রাহকের সুবিধার জন্য প্যাকেজগুলো সাজানো হয় মাসিক হিসেবে। এইসব প্যাকেজে শুধু যে মার্কেটিং প্ল্যান সাজানো হয় তাই-ই নয়, স্টিল বা মোশন গ্রাফিক্সের মাধ্যমে কনটেন্ট তৈরিতেও কাজ করে প্রচার টিম। মূল লক্ষ্য একটাই, গ্রাহকের ব্যবসার পরিধি বাড়ানো। ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্যভেদী প্ল্যানে একের পর এক সফলতা প্রচার এনে দিতে পেরেছে তার গ্রাহকদের। সামনে প্রচার এর এই কর্মযজ্ঞ হবে আরো বিশাল, আরো সুনিপুণ।