fbpx

ভর্তি প্রক্রিয়া ব্যবস্থাপনা

কোচসিস আপনার ভর্তি কার্যক্রমকে করবে সহজতর। শুধু ভর্তি ফর্ম নাম্বার দিয়েই নির্দিষ্ট কোর্স এবং ব্যাচকে সিলেক্ট করে এরপর শিক্ষার্থীর তথ্য – যেমন – নাম, ফোন, ঠিকানা, অভিভাবকের নাম, অভিভাবকের ফোন দিয়েই আপনি তার ভর্তি কনফার্ম করতে পারবেন।

একই সাথে কয়েকটা কাজ হবে এখানে। শিক্ষার্থীর ভর্তি তো হবেই, সাথে সাথে তার একটা একাউন্ট হয়ে যাবে যে একাউন্টে লগইন করে সে তার সমস্ত তথ্য দেখতে পাবে। আর একইসাথে তার নামে তার কোর্সের ভর্তি ফি অনুযায়ী একটা বিলও তৈরি হয়ে যাবে, যেটা সে পরবর্তীতে ধাপে ধাপে পরিশোধ করার সুযোগ পাবে।

এসএমএস ইভেন্ট একটিভ করা থাকলে তার কাছে ভর্তির নোটিফিকেশন যাবে। একইসাথে বিলের নোটিফিকেশনও এসএমএসে যাবে। এতোকিছু হয়ে যাবে মাত্র ১ মিনিটেরও কম সময়ে, আর তাও নিখুঁতভাবে। কারণ আপনাকে বিলের টাকার এমাউন্ট বসাতে হচ্ছে না। তাই ভুল হওয়ার সুযোগও থাকছে না।

পুরো কাজটাই চাইলেই মোবাইলেই করা সম্ভব। অর্থাৎ এমন না যে আপনাকে আলাদা কোনো পিসিতে ইনভেস্ট করার দরকার পড়ছে। শুধু তা-ই না, যদি আপনি চান পিসিতেই করবেন আর এটার একটা ভর্তি-তথ্যের প্রিন্ট অভিভাবক বা শিক্ষার্থীকে দিবেন। সেটাও দেয়ার সুযোগ আছে এখানে। অর্থাৎ আমরা সবার কথাই ভেবেছি।