শিক্ষকদের ক্লাস এসাইন করার সময়েই বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় – এমন ব্যবস্থা আছে কোচসিসে। এর ফলে কোচিংয়ের শিক্ষকদের বিল তৈরি ও পেমেন্টের ব্যাপারে এডমিনকে আর জটিলতায় পড়তে হয় না। এছাড়াও চাইলে ক্লাসের বাইরে অন্য বিলও তৈরি করার সুযোগ আছে। এডমিন যেকোনো শিক্ষককে বিল দেওয়ার আগে কোনটা তার কোন ক্লাসের বিল আর কোনটা তার অন্য বিল সেসবের পূর্ণ তথ্য দেখতে পারেন এবং সেই অনুযায়ী শিক্ষককে অর্থ পরিশোধ করতে পারেন।